- প্রথমজন ফ্রি সার্ভিস দেয় (আসলে ফ্রিও বলা চলে না, গার্লফ্রেন্ডের পেছনে প্রচুর টাকা খরচ করতে হয়), দ্বিতীয়জন ফি নেয়।
- খুব একটা তফাত নাই, চাহিদা মিটে গেলে (গার্লফ্রেন্ডের বেলায় ব্রেক আপ হলে) দুজনই হাতবদল হয়।
তেতো কথা?
হ্যাঁ। রেগে না গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন। আদতেই তেমন কোন তফাত নেই।
আর আপুরা একটু বেশিই বোকা কিনা। লিটমাস টেস্ট করে দেখতে পারেন। আপনার "বয়ফ্রেন্ড" কে বলে দেখুন, আমি বিয়ে করতে চাই, প্লিজ আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাও।
উত্তরে সে হয়তো বলবে-
"এত তাড়াতাড়ি? আমি প্রিপ্যারড না।"
আপনার সাথে প্রেম করতে তার কোন প্রিপ্যারেশন দরকার হয় নি, ক্ষেত্র বিশেষে বিছানায় যেতেও কোন প্রিপারেশনের দরকার হয় নি। এগুলোতে যে দায়িত্ব নিতে হয় না। ফ্রি ফ্রি মজা নেওয়া যায়। এতগুলো হারাম কাজে কোনই প্রিপ্যারেশন লাগে নি, শুধু হালালভাবে বিয়ে করতেই যত প্রিপ্যারেশন দরকার হয়।
আপু, দয়া করে নিজেকে এত সস্তা করে দেবেন না। প্লিজ।
[Collected from a Sister]