একজন গার্লফ্রেন্ড আর একজন রক্ষিতার মধ্যে তফাত কী?

একজন গার্লফ্রেন্ড আর একজন রক্ষিতার মধ্যে তফাত কী?

- প্রথমজন ফ্রি সার্ভিস দেয় (আসলে ফ্রিও বলা চলে না, গার্লফ্রেন্ডের পেছনে প্রচুর টাকা খরচ করতে হয়), দ্বিতীয়জন ফি নেয়।

- খুব একটা তফাত নাই, চাহিদা মিটে গেলে (গার্লফ্রেন্ডের বেলায় ব্রেক আপ হলে) দুজনই হাতবদল হয়।

তেতো কথা?

হ্যাঁ। রেগে না গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন। আদতেই তেমন কোন তফাত নেই।
আর আপুরা একটু বেশিই বোকা কিনা। লিটমাস টেস্ট করে দেখতে পারেন। আপনার "বয়ফ্রেন্ড" কে বলে দেখুন, আমি বিয়ে করতে চাই, প্লিজ আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাও।

উত্তরে সে হয়তো বলবে-
"এত তাড়াতাড়ি? আমি প্রিপ্যারড না।"

আপনার সাথে প্রেম করতে তার কোন প্রিপ্যারেশন দরকার হয় নি, ক্ষেত্র বিশেষে বিছানায় যেতেও কোন প্রিপারেশনের দরকার হয় নি। এগুলোতে যে দায়িত্ব নিতে হয় না। ফ্রি ফ্রি মজা নেওয়া যায়। এতগুলো হারাম কাজে কোনই প্রিপ্যারেশন লাগে নি, শুধু হালালভাবে বিয়ে করতেই যত প্রিপ্যারেশন দরকার হয়।

আপু, দয়া করে নিজেকে এত সস্তা করে দেবেন না। প্লিজ।

[Collected from a Sister]

নারী তোমার অবসরটা কারো কাছে বেঁচে দিও না

​একজন নারী ঘরের কাজ করবে, আবার বাইরের কাজও করবে? 
তার কাজের জগতটাইতো বেড়ে গেল ! 
এর নাম কি… "নারী স্বাধীনতা"?

প্রসঙ্গ : তোমার অবসরটা কারো কাছে বেঁচে দিও না।

"আমি একবার চাকরি নেব কিনা ওর মতামত চাইলে ও বললো- তোমার ইচ্ছে। আমি জোর খাটিয়ে কিছু বলবো না। তবে তুমি এখন তোমার অবসরটা কিছু সৃষ্টিশীল কাজে লাগাতে পারছো। তাই বলবো তোমার অবসরটা কারো কাছে বেঁচে দিও না।

আমার ওর পরামর্শ গ্রহণ করেছিলাম। আমি মাঝে-মাঝে কিছু হাতের তৈরী শোপিস বানাই। আমার স্বামী সব সময় আমার এই কাজের সহযোগী। একদিন তো একটি গাছের চ্যাপ্টা গুঁড়ির উপর আর একটি মরা গাছের কান্ড লাগিয়ে একটি পাহাড়ী গ্রাম বানাচ্ছি। সব কিছু ঠিকমত হল। কিন্তু আলাদা কান্ডটা কিছুতেই লাগাতে পারছিনা। আমি অভিমান করে বললাম- ঘরে কি কেউ নেই আমাকে একটু সাহায্য করবে? সঙ্গে-সঙ্গে ও এসে লেগে গেল। দু'জন মিলে এই কাজ শেষ করে ঘুমুতে গেলাম, তখন প্রায় রাতের ১টা বেজে গেছে ।"

লিখেছেনঃ নূর আয়েশা সিদ্দিকা