যদি কোন ছেলের সামনে অন্য কোন ছেলে তার বোনকে দেখে

যদি কোন ছেলের সামনে অন্য কোন ছেলে তার বোনকে দেখে বলে,

"wow! beautiful,
babe, so hot"

কোন সন্দেহ নেই সেই ছেলে তেলে বেগুনে জ্বলে উঠবে মন্তব্যকারী ছেলেটির প্রতি। তোরএত বড় স্পর্ধা আমার বোনের দিক তাকাস!!

কিন্তু ইসলাম যখন সেই বোনের ভাইটিকে বলে,"অন্যের বোনের দিক তাকাবেনা, কোন বাজে মন্তব্য করবেনা।"

তখন সেই ভাইটিই বলে ওঠে,
oh! no ইসলাম আসলেই মধ্যযুগীয়।
একজন মেয়ে সমাজে নিজেকে আধুনিক প্রমাণ করতেকত কঠিন কঠিন পরীক্ষাই না দেন। প্রথাগত পোশাক বাদ দিয়ে জিন্স, টিশার্ট বা আটসাট পোশাকে চলাফেরা করেন। বয় ফ্রেন্ড ধরেন, পার্কে ডেটিং দেন।

বয়ফ্রেন্ডের কাছেও দিতে হয় ভালবাসার চরম পরীক্ষা। বয় ফ্রেন্ডের আবদার মত রুম ডেটিং এরআশা পুরণ করেন।

কিন্তু বয়ফ্রেন্ড যখন তাকে
abuse করার পর রাস্তায় ছুড়ে
ফেলে তখন সেই নারী হয়ে ওঠেন পুরুষ বিদ্বেশী। ছেলে জাত খারাপ,কেউ ভালনা সব পুরুষের উপর তার পিএইচডি করা হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি।

কিন্তু ইসলাম যখন সেই নারীকে
বলে, "হিজাব পালন কর, নিজের সন্মান অচেনা পুরুষের কাছে বিলিয়ে দিওনা, নিজেকে পণ্যে পরিণত করনা নিজের দৃষ্টি ও লজ্জাস্হানের হেফাজত কর"

তখন সেই নারীই ক্ষিপ্ত হয়ে বলে ওঠে,

Oh! no Why Is Islam Stuck
In The Dark Ages...?

মধ্যযুগীয়...
সেক্যুলার সমাজ নারীকে শেখায় তুমি পুরুষের সমান। পুরুষ তোমার প্রতিপক্ষ, পুরুষকে ল্যাংমেরেই তোমাকে সমাজে টিকে থাকতে হবে, একা চলা শিখতে হবে।

কিন্তু মেয়েটি যখন সেটা বিশ্বাসকরে রাস্তায় বেরহয় তখন সে বুঝে ফেলে রাস্তায় সে একা কত অসহায়!!!

--- নাবিলা আক্তার মুনা

No comments:

Post a Comment