পরপুরুষকে ভাই, বেগানা নারীকে বোন বানানোর ভয়ংকর সংস্কৃতি
হারামকে লাইসেন্স দেয়ার জন্য মানুষের বাচ্চার মাথায় চালাকির অন্ত নেই! আল্লাহ বললেন, বেগানা নারী ও পরপুরুষের থেকে দূরে থাকতে। কিন্তু মানুষ শয়তানের থেকে (কু)বুদ্ধি নিয়ে বেগানা নারীকে বানায় "বোন", পরপুরুষকে বানায় "ভাই"। স্কুল-কলেজ-ইউনিভার্সিটির সেই ঐতিহ্যের কথা নিশ্চয়ই সবার জানা আছে! "অমুক তো আমার ছেলে লাগে", "তমুক আমার মেয়ে হয়"। বাবা, দাদা, মা, নানী আরও কতপদের ডাক শুনলাম, ডেকে কি করা হয় তাও দেখলাম! এও হয়েছে বাবা ডাকা ছেলের সাথেই শেষমেষ প্রেম করে বিয়ে। তাই বলি কি, এইসব ডাকে সম্মান নেই, ক্ষুধার্ত নোংরা মনের লোভাতুর হাতছানি আছে মাত্র। শব্দের আড়ালে সেই লোভকে ধামাচাপা দিলেই মনটা পরিষ্কার হয়ে যায় না।
-- আনিকা ওয়ারদা তুবা
হারামকে লাইসেন্স দেয়ার জন্য মানুষের বাচ্চার মাথায় চালাকির অন্ত নেই! আল্লাহ বললেন, বেগানা নারী ও পরপুরুষের থেকে দূরে থাকতে। কিন্তু মানুষ শয়তানের থেকে (কু)বুদ্ধি নিয়ে বেগানা নারীকে বানায় "বোন", পরপুরুষকে বানায় "ভাই"। স্কুল-কলেজ-ইউনিভার্সিটির সেই ঐতিহ্যের কথা নিশ্চয়ই সবার জানা আছে! "অমুক তো আমার ছেলে লাগে", "তমুক আমার মেয়ে হয়"। বাবা, দাদা, মা, নানী আরও কতপদের ডাক শুনলাম, ডেকে কি করা হয় তাও দেখলাম! এও হয়েছে বাবা ডাকা ছেলের সাথেই শেষমেষ প্রেম করে বিয়ে। তাই বলি কি, এইসব ডাকে সম্মান নেই, ক্ষুধার্ত নোংরা মনের লোভাতুর হাতছানি আছে মাত্র। শব্দের আড়ালে সেই লোভকে ধামাচাপা দিলেই মনটা পরিষ্কার হয়ে যায় না।
-- আনিকা ওয়ারদা তুবা
No comments:
Post a Comment