কন্যা এবং ভালোবাসা

"আরেকটা বিয়ের সাক্ষী হইতে যাইতেছি / ওপেনিং এনাদার সেইফ রুট অফ ব্ল্যাকমেইলিং / যদ্দিন টিকবে তদ্দিন মুফতে খাওয়া 

# কন্যা অতি ব্যতিক্রম দেখলুম / মাহর কত হইবে জিজ্ঞাসিলে বলিল ২১৫ দিরহাম! অবাকস্য অবাক হইলাম / তারপরও এক লাখে পার্সুয়েড করাইলাম" 

-- আবু জাফর

.
.

এইরকম ব্যতিক্রম মেয়েরা হয়ত অল্প আয়ের কিছু ছেলের জীবনে অসামান্য রহমতময়... সুবহানাল্লাহ!!

* *

"চারপাশে ভালবাসার এতো ছড়াছড়ি কিন্তু আগামীকাল খবরের কাগজ খুললেই চোখে পড়বে 'স্বামীর হাতে স্ত্রী খুন' অথবা 'স্ত্রীর পরকীয়ার বলি হলো স্বামী, সন্তান' অথবা 'সন্তানেরা খোঁজ খবর না নেয়ায় বৃদ্ধ বাবা রিকশা চালাচ্ছেন'।

চারপাশে এতো ভালবাসা কিন্তু ঘরে ভালবাসা নেই। ভালবাসা ঘর থেকে বের হয়ে চলে এসেছে রাস্তায়, পার্কে, রেস্টুরেন্টে, মোবাইল ফোনে আর ফেসবুকে।"

-- নাজিরুম মুবিন

No comments:

Post a Comment