বালিকাবধূ শব্দটা শুনলেই চোখ কপালে উঠে যায়

বালিকাবধূ শব্দটা শুনলেই চোখ কপালে, ক্যামেরা চোখে, হাত পত্রিকার কলামে এবং মুখে ফ্যানা উঠে যায়।


বালিকাবন্ধু শুনলে ভালোবাসা, ফাগুন, ফুল, হৃদয়, গোলাপ, 'কাছে আসার গল্প'--- বিবিধ আবেগে প্রচার যন্ত্র সাপ্লুত হয়ে পড়ে।


প্রথমক্ষেত্রে অন্তত দুজন মানুষকে সাক্ষী রেখে মেয়ের দায়িত্ব বাবার কাছ বুঝে নেওয়া হয়। ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর বিধিটা এমনই। ভালোলাগালাগির সাথে কর্তব্যবোধকে জুড়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে বিকিকিনির মেলা। ভালোবাসার মত একান্ত অদৃশ্য আন্তরিক ব্যাপারটাকে নানারকম প্রাইস ট্যাগ লাগাতে পেরে শয়তানের খুশির সীমা থাকে না। শয়তানের সাফল্য এখানেই। সারা জীবনের সম্পর্কটাকে এক রাতে আবদ্ধ করাতে। মানবিক প্রেমকে কামজ স্বার্থপরতাতে পরিণত করাতে। আমরা সজ্ঞানে শয়তানের দাবা বোর্ডের গুটি হতে অস্বীকার করলাম। যেই আল্লাহ ছাড়া ইবাদাত পাওয়ার যোগ্য অন্য কোনো সত্তা নেই, আমরা সেই আল্লাহর দিকে মুখ ফেরালাম।

-- Sharif Abu Hayat Opu

No comments:

Post a Comment