বিয়ার দাওয়াতে উপহার নিয়ে যেতে কেউ বলে না, কিন্তু ...

"যখন মানুষ মরে যায় তখন এ দুনিয়াতে তার আর কিছুই বাকি থাকে না, শুধু থাকে ইসলামের জন্য তার অন্তরে লুকোনো ভালোবাসা থেকে করা আমলগুলো। আঁধার রাতের আবডালে গুঙিয়ে গুঙিয়ে কাঁদা, আল্লাহর ভয়ে ছোট্ট একটি হারাম ছেড়ে দেয়া, আল্লাহকে খুশি করতে কোন সৎ কাজের জন্য প্রাণপণ প্রচেষ্টা। ক্ষুদ্র ক্ষুদ্র কাজ, কিন্তু আল্লাহর চোখে হয়তো অসামান্য! পৃথিবীর মাঝে কেউ কি এগুলোর মূল্য জানে? নাহ্, সেগুলোর কথা শুধু আল্লাহ তা'আলাই জানেন। শেষ পর্যন্ত আল্লাহর সাথেই আমাদের সকল হিসাব, আল্লাহর কাছেই চূড়ান্ত প্রত্যাবর্তন।"

--- একজন মুসলিমাহ বোন

বিয়ার দাওয়াতে উপহার নিয়ে যেতে কেউ বলে না, কিন্তু অনুস্ঠান স্থলে ঢুকতেই টেবিল আর খাতা কলম থাকে।

-- মাজহার ভাই

দপ্তরবিহীন মন্ত্রী থাকিতে পারিলে, চাকুরিবিহীন বেকার জামাই কেন গ্রহণযোগ্য হইবে না?

-- জুবাইর তারিফ

ধর্ষিতাকে যদি উন্নত চিকিৎসার জন্য সিংগাপুর নেওয়া লাগে,ধর্ষককে উন্নত বিচারের জন্য সৌদি আরব নেয়া হবে না কেন?

[সংগৃহীত]


আমি কি বললাম, তার দায়ভার সম্পূর্ণ রূপে আমার। তবে তাতে আপনি কি বুঝলেন, সেটার দায়ভার সম্পূর্ণ রূপে আপনার।

- স্যার ভিকিয মব

আমাদের কবরের উপরেও একদিন ফুটবে সাদা ঘাসফুল, বাসা বাঁধবে একদল তরুণ সৈনিক পিঁপড়ে।

খুব বেশী দূরের গল্প নয়।

--- মহিব উল্লাহ খান

No comments:

Post a Comment