বিয়ের পাত্র পাত্রী খোঁজা

বয়সের একটা নির্দিষ্ট পর্যায়ে অবিবাহিত মেয়েয়া ঘটক আন্টিদের নিজস্ব ভাগ্নিতে পরিণত হয়,নিজের অজান্তেই...... বিষয়টা এমন যেনো ,দুনিয়াতে কোন খারাপ ছেলে নেই,সব্বাই ভাল ছেলে!!!!!!!! আর ভাল ছেলেদের "অন এন্ড অনলি" বৈশিষ্ট্য হচ্ছে,"বাড়ি আর গাড়ি"। তাহলেই "নো চিন্তা নো টেনশান,পাইসো জীবনে দারুন এক খান পোলা"!!! তারপর নামের সাথে ইউএসএ জুড়ে দেওয়া গেলে তো কথাই নাই!!!

আন্টি থামেন!

আমি অলরেডি কনফিউজড যে আসলে বিয়ে কার সাথে???"বাড়ি আর গাড়ি"/ইউ এস এ /"দারুন এক খান পোলা"???

যাই হোক,আমার অত ভাল ছেলে দরকার নাই,পিপাসায় পানি লাগে,সফট ড্রিঙ্কস নয়.....

আবার কিছু অদ্ভুত অভিভাবক আছেন,মেয়েকে এমনই অপদার্থ বানিয়েছে যে এক কাপ চা বানাতে গেলে গরম পানি করে দিলেও তাতে টি ব্যাগ দুবাতে গিয়ে আঙ্গুল পুড়িয়ে ফেলে!!!এনারা আবার সুন্দরের পুজারী! এনারা খুঁজেন ,গ্রাম থেকে আসা কোন বেকার ছেলে!!! জব দেওয়া শুরু করে যাবতীয় জিনিসপত্র দিবে মেয়ের অভিভাবক,শুধু ছেলেটাকে হতে হবে বিক্রি......

ছেলেরা যদি একবারও বুঝতো যে এটা নিজেকে+নিজের ফ্যামিলিকে সারাজীবনের কতটা ছোট করা তাহলে ভুলেও এই ওয়েতে হাঁটত না।

কষ্ট করে মানুষ হন , যোগ্য হন,অর্জন করে নিত শিখুনএতদূর তো নিজের যোগ্যতায়ই এসেছেন, বাকীটাও পারবেন নিশ্চয় ...

collected from
A Sister

https://www.facebook.com/earlymcpage

No comments:

Post a Comment