আমার ছোট বেলার খেলার সাথী ডলি দিদি আজকে পৃথিবী ছেড়ে চলে গেল. দিদির বিয়ে হয়েছিল বেশ কয়েক বছর আগে. সন্তানের মা হতে পারছিলনা. স্বামী শশুর শাশুড়ি সবার একটা গুমোট কষ্ট. কি সব কবিরাজি ঔষধ খাইয়েছিল. শেষমেষ যখন ভয়ানক পেটে ব্যথা শুরু হলো, হাসপাতাল এ নিতেই ডাক্তার অপারেশন করার সিদ্ধান্ত নিলেন. ততক্ষণে বড্ড দেরী হয়ে গেছে. ওর পেটের নারিভুরি সব পচে গ্যাছে!
সারাদিন ডলি দিদির চেহারা চোখের সামনে ঝুলছে.. কেমন একটা মোচড় দেয়া কষ্ট.....
--- শিমু আপু
// আমরা সুবিধাভোগী মানুষেরা ফেসবুকে অনেক চিতকার করি, আমাদের সুশিক্ষিত নারীদের স্বাধীনতা কেবল আমাদের যাচ্ছেতাই বিশৃংখল জীবনের নমুনা হয়ে থাকে। অথচ আমাদের কত কাজ। মানুষের কাছে গিয়ে তাদের সচেতন করার প্রয়োজন। সমাজের পুরুষদের, শাশুড়ি নামক নারীদেরকে আরো বেশি করে সচেতন করা প্রয়োজন কেননা তারাই "নারী"র ভালো থাকা, মন্দ থাকাকে চরমভাবে প্রভাবিত করে। আল্লাহ আমাদের জন্য শান্তিপূর্ণ সমাজ কবুল করুন।
সারাদিন ডলি দিদির চেহারা চোখের সামনে ঝুলছে.. কেমন একটা মোচড় দেয়া কষ্ট.....
--- শিমু আপু
// আমরা সুবিধাভোগী মানুষেরা ফেসবুকে অনেক চিতকার করি, আমাদের সুশিক্ষিত নারীদের স্বাধীনতা কেবল আমাদের যাচ্ছেতাই বিশৃংখল জীবনের নমুনা হয়ে থাকে। অথচ আমাদের কত কাজ। মানুষের কাছে গিয়ে তাদের সচেতন করার প্রয়োজন। সমাজের পুরুষদের, শাশুড়ি নামক নারীদেরকে আরো বেশি করে সচেতন করা প্রয়োজন কেননা তারাই "নারী"র ভালো থাকা, মন্দ থাকাকে চরমভাবে প্রভাবিত করে। আল্লাহ আমাদের জন্য শান্তিপূর্ণ সমাজ কবুল করুন।
No comments:
Post a Comment