একটা জিনিস আপাত দৃষ্টিতে খুব নিরীহ মনে হতে পারে.........
যারা এটার বিরুদ্ধে কথা বলে তাদেরটা বাড়াবাড়ি লাগতে পারে, কিন্তু সত্যি হচ্ছে কিছু কিছু জিনিস আপনার অবচেতন মনে কখন কোন দিক দিয়ে প্রবেশ করেছে আপনি হয়ত টেরও পান নি.........এবং কখন সেই বিশ্বাসের উপর আমল করা শুরু করে দিয়েছেন তাও জানেন না! এটাও জানেন না যে সেই কাজের পারলৌকিক পরিণতি কতটা ভয়ংকর হতে পারে! আমি হিন্দী সিরিয়ালের কথা বলছি.........
ধরেন, আপনার পরিচিত কেউ মারা গেলো। আপনি সিরিয়ালে দেখেছেন স্বামী মারা গেলে হিন্দু নারীর শাখা খুলে নেয়া ও সিঁদুর মুছে দেয়া অত্যন্ত রোমান্টিক একটা দৃশ্য। মহিলা চিৎকার করে বিলাপ করে কাঁদতে থাকবে, অন্যরা জোর করে তার শাখা ভেঙ্গে দিবে। একটা পর্ব হবে শুধু এই ঘটনার উপরে। আপনার চোখে পানি এসে যাবে, কারণ ঘটনাটা খুবই দুঃখের! আপনার একবারো মনে হবে না যে এভাবে বিলাপ করে কাঁদা ইসলামের নিষেধ এবং মহিলার সাথে যেটা করা হচ্ছে এটা অত্যন্ত অমানবিক ও নিষ্ঠুর কাজ। আপনি ভুলে যাবেন যে ইসলামে 'বিবাহিত' বা 'বিধবার' বিশেষ কোনো চিহ্ন নেই। কেউ মারা গেলে আমরা স্মরণ করি যে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছেই ফিরে যাবো। যে অলরেডি চলে গেছে, আমাদের তখন তার জন্য দুআ করতে ব্যস্ত থাকার সময়। কিন্তু আপনি যে হিন্দী সিরিয়াল দেখে অভ্যস্ত! তাই আপনি করলেন কী, এটার একটা মডিফাইড ভার্সন তৈরি করলেন। কী সেটা? আপনি ভদ্রমহিলা, যার স্বামী মারা গেছে, তার গয়না খুলে নেয়া শুরু করলেন!তাকে সাদা না হোক, হাল্কা রং এর শাড়ি পরার জন্য চাপাচাপি করতে লাগ্লেন............
আপনি ভুলে গেলেন যে এভাবে শয়তান আপনাকে আসল কাজটা থেকে ভুলিয়ে রাখছে। কী সেটা? দুআ করার কাজটা এবং নিজের অনুরূপ পরিণতি মনে করে জীবনটাকে সংশোধন করার প্রচেষ্টা.........
[collected from : sister Hamida Mubasshera]
যারা এটার বিরুদ্ধে কথা বলে তাদেরটা বাড়াবাড়ি লাগতে পারে, কিন্তু সত্যি হচ্ছে কিছু কিছু জিনিস আপনার অবচেতন মনে কখন কোন দিক দিয়ে প্রবেশ করেছে আপনি হয়ত টেরও পান নি.........এবং কখন সেই বিশ্বাসের উপর আমল করা শুরু করে দিয়েছেন তাও জানেন না! এটাও জানেন না যে সেই কাজের পারলৌকিক পরিণতি কতটা ভয়ংকর হতে পারে! আমি হিন্দী সিরিয়ালের কথা বলছি.........
ধরেন, আপনার পরিচিত কেউ মারা গেলো। আপনি সিরিয়ালে দেখেছেন স্বামী মারা গেলে হিন্দু নারীর শাখা খুলে নেয়া ও সিঁদুর মুছে দেয়া অত্যন্ত রোমান্টিক একটা দৃশ্য। মহিলা চিৎকার করে বিলাপ করে কাঁদতে থাকবে, অন্যরা জোর করে তার শাখা ভেঙ্গে দিবে। একটা পর্ব হবে শুধু এই ঘটনার উপরে। আপনার চোখে পানি এসে যাবে, কারণ ঘটনাটা খুবই দুঃখের! আপনার একবারো মনে হবে না যে এভাবে বিলাপ করে কাঁদা ইসলামের নিষেধ এবং মহিলার সাথে যেটা করা হচ্ছে এটা অত্যন্ত অমানবিক ও নিষ্ঠুর কাজ। আপনি ভুলে যাবেন যে ইসলামে 'বিবাহিত' বা 'বিধবার' বিশেষ কোনো চিহ্ন নেই। কেউ মারা গেলে আমরা স্মরণ করি যে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছেই ফিরে যাবো। যে অলরেডি চলে গেছে, আমাদের তখন তার জন্য দুআ করতে ব্যস্ত থাকার সময়। কিন্তু আপনি যে হিন্দী সিরিয়াল দেখে অভ্যস্ত! তাই আপনি করলেন কী, এটার একটা মডিফাইড ভার্সন তৈরি করলেন। কী সেটা? আপনি ভদ্রমহিলা, যার স্বামী মারা গেছে, তার গয়না খুলে নেয়া শুরু করলেন!তাকে সাদা না হোক, হাল্কা রং এর শাড়ি পরার জন্য চাপাচাপি করতে লাগ্লেন............
আপনি ভুলে গেলেন যে এভাবে শয়তান আপনাকে আসল কাজটা থেকে ভুলিয়ে রাখছে। কী সেটা? দুআ করার কাজটা এবং নিজের অনুরূপ পরিণতি মনে করে জীবনটাকে সংশোধন করার প্রচেষ্টা.........
[collected from : sister Hamida Mubasshera]
No comments:
Post a Comment