গাজা নিয়ে কত লেখালেখি, কত অনুভূতি! আমারও লেখার আছে কিছু, কিন্তু লিখতে পারি না। বুকের গহীন গভীর আর গোপন কষ্টগুলি শেয়ার করা অনেক কঠিন। শুধুই কষ্ট হলেও একটা কথা ছিল। কষ্টের সাথে আছে পাহাড়সম অপমান। ইসরাইলীরা যখন পোকামাকড়ের মত ফিলিস্থিনীদের মারে তার ভেতর শুধু বেপরোয়া পশুশক্তির প্রকাশই নেই, আছে প্রবল অপমানও। যখন খুশী, যেভাবে খুশী মারতে পারি, অপদার্থ আরব/মুসলিম, এ ব্যাপারে তোমাদের কি করার আছে? (আজকাল অবশ্য ফেসবুক আর টুইটারে স্ট্যাটাস দেওয়া যায়)। টার্কিসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব দেশগুলির সম্মিলিত শক্তি ইসরাইলের চেয়ে অনেক বেশি। প্রতি একজন ইহুদীর বিপরীতে আছে শতজন মুসলিম। আরবদের হাতে আছে তেল অস্ত্র। যার একটিবারের ব্যবহারে পশ্চিমা বিশ্ব দিশেহারা হতে পারে। ইতিহাস সাক্ষী। অন্যায় রাষ্ট্র ইসরাইলের টিকে থাকবার কথা নয়। কে টিকিয়ে রেখেছে? যতটুকু আমেরিকা, ততটুকুই ইজিপ্ট এবং সৌদি আরব। কষ্ট, অপমানের সাথে সাথে ঘৃণাও নেহাত কম হয় না। অযোগ্য অপদার্থ একটি উম্মাহর অংশ আমি। অপমান হজম করবার চেষ্টা চালাই শুধু।
-- সালেহ হাসান নকীব
-- সালেহ হাসান নকীব
No comments:
Post a Comment