ছেলেটার আলুথালু বেশ। উশকো-খুশকো মাথার চুল। বন্য রকমের স্বাধীন। বোহেমিয়ান -- গিটার হাতে আজ কুয়াকাটা তো কাল সিলেট। জীবনটাকে উপভোগ করতে পারে। ....... মেয়েটা এগুলো দেখেই প্রেমে পড়ে গিয়েছিল। অনেক সাধনা, বহু আন্দোলন-কোন্দল-সংঘর্ষ এবং মুক্তিযুদ্ধের পরে বিয়ে করার স্বাধীনতা। অসহ্য লাগে এখন। বুনো জানোয়ার। ছেড়া কাপড় পড়ে বাইরে বের হয়ে যায়। গোসল করে না কতদিন। চুলে তেল-পানি কিচ্ছু নেই। আয় করার নামটি নেই খালি ফূর্তি। সারাদিন আছে বন্ধু-বান্ধবীদের নিয়ে। ........ বিয়ের পরে মেয়েটা ভাবছে। কিছুদিন পরে ভাবনাগুলো শব্দতে রূপান্তর হয়ে দ্বিতীয় মুক্তিযুদ্ধের সূচনা করে। কোনো এক গুণীজন বলেছিলেন মেয়েরা বিয়ে করে কিছু গুণে আকৃষ্ট হয়ে। বাকি জীবন চলে যায় সেই গুণগুলোকে শুধরে দিতে। আলহামদুলিল্লাহ সেকুলার প্রেম-বিয়ের এই যন্ত্রণা একজন মুসলিমকে সহ্য করতে হয় না। তারা বিয়ে করে দ্বীন দেখে। বাকিটা জীবন তারা দুজনে মিলে চেষ্টা করে কীভাবে একে অপরের দ্বীনকে বাড়িয়ে তুলবে।
-- শরীফ আবু হায়াত অপু
-- শরীফ আবু হায়াত অপু
No comments:
Post a Comment