'জ্বলে-পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়' -- কথাটার সত্যতা সুকান্ত কতটা বুঝেছিলেন জানি না, আমরা বেশ বুঝতে পারছি। গাজাতে নিহতের সংখ্যা হাজার পেরিয়েছে, আহত ৬০০০। এর মধ্যেও গাজাবাসী ঈদ করছে। আল্লাহর দেওয়া আনন্দের দিন কাফেররা ম্লান করবে কীভাবে?
যারা নিহত হয়েছে তাদের জন্য কী ধরণের খাবার অপেক্ষা করছে সেটা আমরা চিন্তাও করতে পারব না। যারা জীবিত, আহত -- তাদের ধৈর্যর জন্য আল্লাহ উপযুক্ত প্রতিদান দেবেন ইন শা আল্লাহ।
যুদ্ধজাহাজ দিয়ে গাজার সমুদ্রসীমা নিয়ন্ত্রণ করা যায়, ট্যাঙ্ক দিয়ে স্থলসীমা টহল দেওয়া যায়, বিশ্বের পরাশক্তিদের নিয়ে একটি জাতির ভূমি ছিনিয়ে নেওয়া যায় কিন্তু একজন মুমিনের হৃদয়?
নাহ সেটা কিছুতেই দখল করা যায় না। যায়নি, যাচ্ছে না, যাবেও না ইন শা আল্লাহ।
-- শরীফ আবু হায়াত অপু
যারা নিহত হয়েছে তাদের জন্য কী ধরণের খাবার অপেক্ষা করছে সেটা আমরা চিন্তাও করতে পারব না। যারা জীবিত, আহত -- তাদের ধৈর্যর জন্য আল্লাহ উপযুক্ত প্রতিদান দেবেন ইন শা আল্লাহ।
যুদ্ধজাহাজ দিয়ে গাজার সমুদ্রসীমা নিয়ন্ত্রণ করা যায়, ট্যাঙ্ক দিয়ে স্থলসীমা টহল দেওয়া যায়, বিশ্বের পরাশক্তিদের নিয়ে একটি জাতির ভূমি ছিনিয়ে নেওয়া যায় কিন্তু একজন মুমিনের হৃদয়?
নাহ সেটা কিছুতেই দখল করা যায় না। যায়নি, যাচ্ছে না, যাবেও না ইন শা আল্লাহ।
-- শরীফ আবু হায়াত অপু
No comments:
Post a Comment