ফেইসবুকের শস্তা জনপ্রিয়তা আপনার কাজের মূল প্রেরণা যেন না হয়

"এরিক হবস্‌বম তার "How to Change the World: Tales of Marx and Marxism" গ্রন্থটিতে একটা সুন্দর তুলনামূলক আলোচনা করেছেন হারবার্ট স্পেনসার ও কার্ল মার্ক্স-এর মাঝে। দুজনেই সমসাময়িক ছিলেন। জীবদ্দশায় স্পেনসারকে তার সময়ের অ্যারিস্টটল মনে করা হোত। জনপ্রিয়তা ছিলো তুঙ্গে। অপরদিকে মার্ক্সের মোটামুটি নুন আনতে পান্তা ফুরায় টাইপের অবস্থা। কেউই তেমন একটা চেনে না। বন্ধু এঙ্গেলসের সাহায্যে চলতেন। অথচ মৃত্যুর পর কার্ল মার্ক্সের কাজ নিয়ে যে আলোড়ন তৈরি হোলো তা এখনও জারি রয়েছে। স্রেফ গুগ্‌ল সার্চ দিলে যে কয়জন গ্রেটদের নাম আগে আসে তাদের মাঝে কেবল ডারউইন আর আইনস্টাইনই তার আগে। কম্যুনিজ্‌মের আপাত মৃত্যু হলেও মার্ক্সের তাৎপর্য এখনও ফুরায়নি বরং তার কাজ নিয়ে স্টাডি নতুন করে আবার চাঙা হচ্ছে (ইন ফ্যাক্ট হবস্‌বমের বইটি এই বিষয়েই)। অপরদিকে স্পেনসারের ব্যাপারে যা কিছু কথা এখন হয় তার সবই অ্যাকাডেমিক। তার কাজের কোনও প্র্যাকটিকাল সিগনিফিকেন্স আর নেই। একই গোরস্তানে দুজনের কবর। একজনের কবরে ভারত বা চায়না থেকে ভক্তরা রেগুলার জিয়ারত করে যায়। আরেকজনের কবর যে ওখানে সেটাই মানুষ জানে না।

যেসব মুসলিম ইসলাম নিয়ে কাজ করছেন তাদের এখান থেকে আসলে লেসন নেয়া উচিৎ। ফেইসবুকের শস্তা জনপ্রিয়তা আপনার কাজের মূল প্রেরণা যেন না হয়। মানুষকে যথেচ্ছ লাইক বা শেয়ার পেতে দেখে বিভ্রান্ত হবেন না। এসবের আবেদন ক্ষণস্থায়ী। ইসলামের কাজে গভীর অধ্যবসায় করুন। মানুষের অলক্ষ্যেও যদি থেকে যান তাতে কোনও সমস্যা নেই, ক্ষতি নেই। আপনার সারা জীবনের কষ্টার্জিত জ্ঞান ও কর্ম দিয়ে আল্লাহ্‌ কখন মানুষকে উপকৃত করবেন তার কোনও ঠিক নেই। শস্তা জনপ্রিয়তার লোভে স্ট্যাটাস প্রসব করার চেয়ে সেই কাজ ঢের ভালো হবে। আল্লাহ্‌র সুন্নাহ হচ্ছে যে তিনি দুনিয়াতে অমুসলিমদের কাজেও পরিশ্রম ও অধ্যবসায়ের মূল্যায়ণ করেন। সেখানে মুসলিমদের ক্ষেত্রে এর অন্যথা হওয়ার প্রশ্নই আসে না।"

-- আসিফ সিবগাত ভূঞা

No comments:

Post a Comment