আমাদের কুরআনের কাছে ফিরতেই হবে

​​
​​
আমাদের আদাবের ঘাটতির (আমার নিজেরও) একটি বড় কারণ হোলো তাদাব্বুর বা কনটেমপ্লেশানের সাথে কুরআন না পড়া। এটি একটি অবাক করার মতো ব্যাপার যে আমরা এত বড় একটা ফ্র্যাটারনিটি কুরআনের সাথে এতো লুজ কানেকশান রাখি! যে বইয়ের রচয়িতা স্বয়ং আল্লাহ্‌ যেই বইটির ব্যাপারে এত কম আগ্রহ থাকা একটা অদ্ভুত ফেনোমেনন। যারা আল্লাহ্‌কে মানেন না বা কুরআনের আল্লাহ্‌র ব্যাপারে যাদের ঈমান দুর্বল, তাদের অনীহা বোঝা সম্ভব, কিন্তু আমরা যারা দাবী করি যে আমরা এই আল্লাহ্‌কেই মানি তাদের অনীহা আশ্চর্যজনক।

আল্লাহ্‌র রাসূল (সা:) বলেছেন যে নিশ্চয়ই তাকে পাঠানো হয়েছে কেবল উত্তম চরিত্রকে পূর্ণতা দিতে। অপরদিকে 'আইশা (রা:)-কে যখন জিজ্ঞেস করা হোলো আল্লাহ্‌র রাসূল (সা:) কেমন ছিলেন সে ব্যাপারে - তিনি উত্তর দিলেন যে তার চরিত্র ছিলো কুরআন। এ দুটি তথ্যকে আমরা এক করলে বুঝতে পারব যে উত্তম বা সচ্চরিত্রের গুরুত্ব কতটুকু এবং এর সাথে কুরআনের কীভাবে ওতপ্রোত ভাবে জড়িত।

আমাদের কুরআনের কাছে ফিরতেই হবে।

Courtesy: Asif Shibgat Bhuiyan

No comments:

Post a Comment