গুনাহও তেমনি নামাজ থেকে বিরত রাখে

​​
​​ নামাজ যেমন গুনাহ থেকে বিরত রাখে, গুনাহও তেমনি নামাজ থেকে বিরত রাখে! এই বক্তব্যটা শাইখ সলেহ আল মুনাজ্জিদের, একটি ক্লাসে শুনছিলাম। সত্যিই, এটা বুঝতে গুনাহ পর্যন্ত ভাবারও দরকার নাই! একটু বেশী অযথা কথা বললে, বা মার্কেটে বেশী ঘুরলেই প্রথম যেই জিনিসটা উলটাপালটা হয় তা হল নামাজের সময়। "সময় তো আছে, পরে দেখা যাবে..." তাই না? ব্যাপারটা তাই এমন না যে তাহাজ্জুদে উঠতে পারি না, সময় মত নামাজ পড়ার উপায় নাই, জামাত ধরার সময় নাই, ঘুম ভাঙ্গে না অথবা আরও কিছু। গুনাহ এবং অযথা কাজ নামাজকে ভালবাসার থেকে আমাদের দূরে সরিয়ে রাখে... আর নামাজই যার জন্য ভারী, সে আর সব বিষয়ে কিভাবে কী করবে?? একটু সিনেমা... একটা দুইটা গান... একটু গীবত... সামান্য একটু নন মাহরামের সাথে আড্ডা দেয়া... সামান্য একটু এটা... একটু সেটা... শয়তান এসব দিয়ে আমাদের বোকা বানিয়েই চলেছে... এদিকে তছনছ হয়ে যাচ্ছে নামাজের মত একদম বেসিক জিনিস... আর আমরা বোকার মত ভাবি, একটু ওসব করলেই বা কী হয়??? অনেক কিছু হয়! অ-নে-ক কিছু!!!

---collected from
Sister Nayla Nuzhat

No comments:

Post a Comment