আমার তখনো বিয়েই হয়নি, খুব কাছের দুই বন্ধুর বিবাহবিচ্ছেদ হল যখন। আমার বিয়ের বছর না গড়াতেই সে সংখ্যা বাড়ল বহুগুণ। এখনো চারপাশে কেবল ভাংনের গান! থ্রি জি হাতের মুঠোয় নিয়ে, আ্যটোম চিবিয়ে; চাপাবাজির জোর বাড়িয়ে যে বিয়েগুলি হয় এখন, এক সপ্তাহের আলোকছটা কাটতে না কাটতেই তা ডুবে যায় প্রতারণার অন্ধকারে।
ভীট ছোঁয়ানো পা, রিকুভা মাখা চেহারা আর কেলোগস খাওয়া শরীর দেখে অভ্যস্ত যারা ; সুপারফিসিয়ালিটি ছেড়ে ওরা সাবটেন্স বুঝবে, সেই আশা করা বোকামি। ছোটছোট ছেলে মেয়ে যেখানে 'লুংি ড্যান্স' আর 'রাধা' নিয়ে ব্যাস্ত এবং মা-বাবার কাছে সেটাই যখন এ্যাচিভমেন্ট ; সেই সমাজ থেকে কি চাওয়ার থাকতে পারে আমাদের? হিন্দি সিনেমা দেখিয়ে, নকশার সবক দিয়ে যাদের আমরা আস্তে আস্তে অভ্যস্ত করে তুলছি পর্নোগ্রাফিতে ; তাদের কাছ থেকে একটি সুস্থ সুন্দর পরিবার চাওয়াটা বাড়াবাড়ি নয়?
আল্লাহ্ আমাদের সমাজকে প্রকাশ্য অপ্রকাশ্য সকল নোংরামি থেকে রক্ষা করুন। আমাদের পরিবারগুলোর (অধিকাংশ) হারিয়ে যাওয়া লজ্জাশীলতা আবার ফিরিয়ে দিন।
ভীট ছোঁয়ানো পা, রিকুভা মাখা চেহারা আর কেলোগস খাওয়া শরীর দেখে অভ্যস্ত যারা ; সুপারফিসিয়ালিটি ছেড়ে ওরা সাবটেন্স বুঝবে, সেই আশা করা বোকামি। ছোটছোট ছেলে মেয়ে যেখানে 'লুংি ড্যান্স' আর 'রাধা' নিয়ে ব্যাস্ত এবং মা-বাবার কাছে সেটাই যখন এ্যাচিভমেন্ট ; সেই সমাজ থেকে কি চাওয়ার থাকতে পারে আমাদের? হিন্দি সিনেমা দেখিয়ে, নকশার সবক দিয়ে যাদের আমরা আস্তে আস্তে অভ্যস্ত করে তুলছি পর্নোগ্রাফিতে ; তাদের কাছ থেকে একটি সুস্থ সুন্দর পরিবার চাওয়াটা বাড়াবাড়ি নয়?
আল্লাহ্ আমাদের সমাজকে প্রকাশ্য অপ্রকাশ্য সকল নোংরামি থেকে রক্ষা করুন। আমাদের পরিবারগুলোর (অধিকাংশ) হারিয়ে যাওয়া লজ্জাশীলতা আবার ফিরিয়ে দিন।
-- তাহমিনা মারিয়াম
No comments:
Post a Comment