যে মূর্তিপূজা করার ব্যাপারে স্বয়ং হিন্দু ধর্মের পন্ডিতগণ আর টেক্সটবুকসমূহ মতানৈক্যে ভরপুর, সেই অসার মূর্তিপূজার জন্য মুসলিমরা জানাবে শুভেচ্ছা? ভাই আমার, তুমি কি মনে কর তোমার হিন্দু ক্লাসমেট তোমার কুরবানী দেয়া গরুর জবাই দেয়া দেখতে আসবে আর তোমাকে শুভেচ্ছা জানাবে? তাহলে তুমি কেন তার পুজায় গিয়ে নাচো, শুভেচ্ছা জানাও? তোমার হিন্দু বন্ধুটি ঠিকই ধর্মীয় সহিষ্ণুতা আর ক্রীড বেচে দেয়ার বর্ডার লাইনটি চেনে। তুমি চেন না। কেউ তার ধর্ম পালন করবে, করুক। ইসলাম অন্য ধর্মের অনুসারীদের নিজ ধর্ম পালনে বাধ সাধতে বলে নি। সেটাই ধর্মীয় সহিষ্ণুতা। কিন্তু তুমি সহিষ্ণুতা বলতে যা বোঝ তা হবার নয়। কাউকে তার ধর্মীয় আচার পালন করতে দেয়া আর তার সাথে তার মিথ্যে ইলাহর ইবাদতে অংশ নেয়া এক নয়। সে তার মিথ্যে ইলাহর উপাসন করছে, আর তুমি তাকে সে জন্য শুভেচ্ছা জানাচ্ছ, এটা কি তার কর্মের প্রতি অ্যাফার্মেশন নয়? তুমি তো কোন হত্যাকারীকে হত্যার জন্য শুভেচ্ছা জানাও না! তাহলে হত্যার চাইতে জঘন্য অপরাধ--শিরকে লিপ্ত কিছু মানুষকে কেন শুভেচ্ছা জানাও? ধর্মীয় সহিষ্ণুতাকে তোমার মত করে ব্যাখ্যা করতে চাইলে তো হবে না ভাই। অমুসলিমদের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে। সেটা আল্লাহ ও তাঁর রাসূল আলাইহিস সালাম ঠিক করে দিয়ে গেছেন। সে অনুযায়ী আমরা তাদের প্রতি দায়িত্ব পালন করবো। কিন্তু নিজের মাথা খাটিয়ে অদ্ভুত কোন আচার আবিষ্কার করবো না। যতটা সহিষ্ণুতা আল্লাহ দেখাতে বলেছেন, ঠিক ততটাই দেখাবো। এর বেশি নয়। তুমি কি নামাযে ২টির বেশি সিজদা দাও? দাও না। কেননা এটাই আল্লাহর বেধে দেয়া বর্ডার। এটা ক্রস করা যায় না। তবে কেন এর বাইরেও যে আল্লাহ বর্ডার বেঁধেছেন, তা ক্রস করার দুঃসাহস দেখাও? ধর্মসহিষ্ণু হও, ধর্মনিরপেক্ষ না। ধর্মনিরপেক্ষ মানে কি লিঙ্গনিরপেক্ষ জাতীয় কিছু? লিঙ্গনিরপেক্ষর লিঙ্গ থাকে? মূর্তিপূজা একটি জঘন্য আচার যা শুধুমাত্র মনুষ্যত্বের সম্মানহানিই করে। এই কারণেই বহু অমুসলিম পন্ডিত মূর্তিপূজার বিরোধিতা করেছেন। যদিও এখন ধর্ম মানেই বাপ দাদার অন্ধ অনুসরণ, তাই কে শোনে কার কথা? এই জঘন্য মূর্তিপূজার বিরুদ্ধেই আমাদের নবী ইব্রাহীম (আ) একা দাঁড়িয়ে গিয়েছিলেন গোটা জাতির বিরুদ্ধে। সেই ইব্রাহীমের(আ) অনুসারী তুমি, অথচ তুমিই সেই মূর্তিপূজায় শুভেচ্ছা জানাও? আত্মপরিচয়হীনতা একটি জঘন্য অভিশাপ। এই অভিশাপ আর অসম্মান নিয়ে তুমি কীভাবে বাঁচো?
--brother Nazmus Sakib
--brother Nazmus Sakib
No comments:
Post a Comment