মানুষের পার্থিব জীবন একটা ট্রেনের কম্পার্টমেন্টের মতো। দু'জন মানুষের সাথে চেনা-পরিচয় হয়, বন্ধুত্ব হয়, খাবার আদান-প্রদান হয়। আবার যে যার গন্তব্যে পৌছালে ট্রেন থেকে নেমে যায়। নতুন পরিচয় হওয়া মানুষদুটো হাত নেড়ে একে অপরকে বলে -- আবার দেখা হবে।
পৃথিবী এই যাত্রাটার মতোই। ক্ষণিক সময়ের জন্য শত মানুষের সাথে আমাদের বন্ধুত্ব, আত্মীয়তা। মৃত্যু এসে যাওয়া মানে আমাদের গন্তব্যে পৌছে যাওয়া। যে মানুষটি চলে যাচ্ছে তার প্রস্থান, অনুপস্থিতি আমাদের জন্য কষ্টকর কিন্তু সেই মানুষটির জন্য?
একজন মুমিন তো বাঁচে তার রবের সাথে দেখা করার জন্য। মৃত্যুর দিনটা একজন মুমিনের জীবনের সবচেয়ে সুখের দিন, সবচেয়ে আনন্দের দিন। দুনিয়ার পরীক্ষা শেষ হওয়ার দিন। সে পরীক্ষার ফল লাভের দিন।
আমাদের জীবনের শেষ দিনটা যেন জীবনের সবচেয়ে সুখের দিন হয় আল্লাহ আমাদের তেমন কাজ করার তাওফিক দান করুন
পৃথিবী এই যাত্রাটার মতোই। ক্ষণিক সময়ের জন্য শত মানুষের সাথে আমাদের বন্ধুত্ব, আত্মীয়তা। মৃত্যু এসে যাওয়া মানে আমাদের গন্তব্যে পৌছে যাওয়া। যে মানুষটি চলে যাচ্ছে তার প্রস্থান, অনুপস্থিতি আমাদের জন্য কষ্টকর কিন্তু সেই মানুষটির জন্য?
একজন মুমিন তো বাঁচে তার রবের সাথে দেখা করার জন্য। মৃত্যুর দিনটা একজন মুমিনের জীবনের সবচেয়ে সুখের দিন, সবচেয়ে আনন্দের দিন। দুনিয়ার পরীক্ষা শেষ হওয়ার দিন। সে পরীক্ষার ফল লাভের দিন।
আমাদের জীবনের শেষ দিনটা যেন জীবনের সবচেয়ে সুখের দিন হয় আল্লাহ আমাদের তেমন কাজ করার তাওফিক দান করুন
-- শরীফ আবু হায়াত অপু
No comments:
Post a Comment