বিয়ে জন্য পাত্র/পাত্রী নির্বাচনের সময় মনে রাখবেন এই মেয়ে/ছেলে একদিন আপনার সন্তানের মা/বাবা হবে। মাদার/ফাদার ম্যাটেরিয়াল সেই মেয়ে/ছেলে ভেতর আছে কিনা সেটা দেখা খুবই দরকারি।
যে ছেলে প্রেম করার সময় বলে, "জানু জানো, আমার মা সবসময় আমার সাথে খিটমিট করে, কাউ কাউ করে আমার নাকে আগায় দম নিয়ে আসে"। নিশ্চিত জানুন, এই ছেলে বিয়ের পর তার মা/বোন/চৌদ্দ গুষ্টির কাছে আপনার বদনাম করবে। বাবা-মা তাদের কত স্বপ্ন নিয়ে, বিশ্বাস ও আস্থার সাথে মেয়ে/ছেলেকে পড়তে পাঠায়। যে সব ছেলে/মেয়ে সেই বিশ্বাস নষ্ট করে তারা একসময় পরস্পরের প্রতি বিশ্বাস ও অঙ্গীকার ভঙ্গ করবে, করতে বাধ্য। তাই বিয়ে করার সময় দেখুন মেয়ে/ছেলে তাদের বাবা-মায়ের সাথে কেমন আচরণ করে। কারণ, তার চরিত্রের প্রভাব আপনার সন্তানের উপর পড়বে।
-- Sefat Mahjabeen
No comments:
Post a Comment