টিভির ভয়াবহ অ্যাড যা ধ্বংস করছে আপনার ভবিষ্যত

​​
​​
​কিছুদিন আগে এয়ারটেল 3G এর একটা অ্যাড দেখে রীতিমত বেকুব হয়ে গেলাম। অ্যাডে দেখা গেল ছেলে মাকে ফোনে বলছে মা আমি গ্রুপ স্টাডিতে। কিন্তু আসলে সেই গুণধর পুত্র দুই-তিনটা মেয়ে নিয়ে নাচন-কুঁদন করছে। একটা সময় 3G দিয়ে ভিডিওতে মা-বাবা ছেলের কুকর্ম দেখে ফেললো। ছেলে আবার বেশ চৌকশ! সুকৌশলে মিথ্যে বলে বাবা-মাকে বেকুব বানিয়ে বনে গেলো হিরো। সেই লেভেলের ভাবজ নিয়ে তিন পাশ থেকে তিনটা মেয়েকে জড়িয়ে ধরে গুণধর পুত্রের তখন ডায়লগ ,''3g আসছে বস,চাপাবাজি এখন অন্য লেভেলে! '' বাহ! কি চমৎকার রঙচঙে মোড়কে আমাদের সামনে মিথ্যা নামক জিনিসটাকে আকর্ষণীয় একটি বিষয় হিসেবে উপস্থাপন করা হল। আমরা দেখলাম,খুশি হলাম, হাততালি দিলাম এর পেছনের ভয়াবহতায় আমাদের ভ্রু একটুও কুঞ্চিত হলো না। এর কিছুদিন আগে এটম ক্যন্ডিরও প্রায় একই থিমের একটা অ্যাড দেখেছিলাম। আর গায়ের চামড়া সাদা করার বিজ্ঞাপনগুলোর কথা না হয় বাদ-ই দিলাম। কি অবলীলায় দেখানো হচ্ছে কালো হওয়ার কারণে কারো বিয়ে হচ্ছে না তো কারো আবার চাকরি হচ্ছে না। অতি সুকৌশলে আমাদের মাথায় ঢোকানো হচ্ছে কালো মেয়েরা সমাজের ফেলনা। তাদের দিয়ে কিছুই হয় না। অনেকেই হয়তো এখন বলতে পারেন এগুলো তো শুধুমাত্র মজা করার উদ্দ্যেশ্যে। এগুলো থেকে শিক্ষা নেবে কোন ছাগল? আমাদের ভাবা উচিত, আজকের বাস্তবতায় একটু নজর দেওয়া উচিত। আজ আমাদের কোটি টাকার ফ্ল্যাটে বাবা-মায়েদের দু' দণ্ড সময় নেই তার সন্তানের জন্য। শৈশব থেকেই তার মা বলুন অথবা খেলার সাথীই বলুন তা হচ্ছে ড্রয়িং রুমের কোনায় ঠায় দাড়িয়ে থাকা একটা ৫২'' ইঞ্চির টিভি সেট। আচ্ছা,একটাবারও কি আমরা কখনো ভেবে দেখেছি এধরনের জিনিস দিনের পর দিন হজম করে বেড়ে ওঠা একটি শিশুর মানসিকতাটা কেমন হবে? তার কাছে মিথ্যা বলাটা কতটা আধুনিক কিংবা রঙচঙে,উত্তেজনাপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে? আজ টেলিভিশন নামক মা শিশুদের শিক্ষা দেয় সিগারেটের ধোঁয়া কিভাবে কায়দা করে ছাড়লে দেখতে কেউকেটা লাগে, Dexter টাইপ সিরিয়াল শিক্ষা দেয় কিভাবে খুন করেও ধরা না খেয়ে বাঁচা যায়,IPL শিক্ষা দেয় কি করে নারীকে ভোগ্যপণ্য করে মাঠের বাউন্ডারি লাইনে নাচানো যায়,শিশুটির প্রিমিয়ার লীগের 'আইডল' খেলোয়াড়দের নিজ স্ত্রী রেখে পরনারীগমনের মত মুখরোচক গল্পগুলো তাকে শিক্ষা দেয় তার আইডলের অনুসরণ কিভাবে করতে হয়। আর উপড়ে বর্ণিত সবকিছু একসাথে ঘুটা দিয়ে যে জিনিসটা তৈরি হয় তা হল হিন্দি সিরিয়াল। পুরো একটা কমপ্লিট প্যাকেজ পেয়ে যাবে তাতে। কি নেই? সেক্স,পরকীয়া,মদ,জুয়া, নারী, মিথ্যা,কুটনামি,পরনিন্দা। কোনটা লাগবে? কি পরিমাণে লাগবে? জাস্ট হাত বাড়ান পেয়ে যাবেন। সত্যি বলতে কি দেশি- বিদেশি সব মিডিয়াই এখন ভয়ংকর ! মারাত্মক ভয়ংকর ! অনেক ক্ষেত্রে ব্যপারটা প্রাণঘাতীও হতে পারে। এর প্রমান হরহামেশাই ক্রাইম পেট্রোল দেখে বাবা-মাকে হত্যা করা ঐশী কিংবা কিশোরগঞ্জে পাখি ড্রেস না পেয়ে আত্মহত্যা করা সেই কিশোরী মেয়েটি আমাদের দিয়ে যাচ্ছেন। হায়রে মিডিয়া! আর কত নিচে নামাবে এই সমাজটা? আর কতো? একটাকা দামের একটা লজেন্স বিক্রির জন্য ছোট্ট নিষ্পাপ শিশুগুলোকে মিথ্যা শেখানোটা কি খুব,খু-উ-ব বেশি প্রয়োজন? কিংবা খুব বেশী কী প্রয়োজন শেভিং ক্রীম বিক্রির জন্য কিছু মেয়েকে রাস্তায় নাচানোর? মেয়েরা কি আদৌ কোনদিন ওই জিনিসটা ব্যবহার করবে? নারীকে প্রতিনিয়ত পণ্য বানানোটা কি খুব বেশী প্রয়োজন? সমাজটাকে আপনি নিচে নামাতে থাকুন। আপনাকে জাহান্নামের নিচে; অনেক নিচে নামিয়ে দেওয়া হবে। জাহান্নামের গভীরতা ঠিক কতটুকু জানা আছে ভাই?

-- আরমান ইবনে সোলায়মান

No comments:

Post a Comment