বাঁচতে হলে শুধু জানলে হয় না, মানতেও হয়

ইউরোপের অধিকাংশ দেশগুলোতেই জনসংখ্যা কমছে। বিয়ে নাই, সংসার নাই, সন্তান নাই -- জনসংখ্যাও নাই। চালাও মামারা দেশ! আগে তাও দু'একটা বাচ্চা-কাচ্চা হতো -- জারজ; এখন এইডস আসার পরেও সেটাও বন্ধ।

এই মামাগুলারে বলেন রংপুরে মানুষ ভুখা নাঙ্গা, হাইকোর্ট দেখায় দেবে। যদি বলেন কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য তাহলে আর পায় কে। বসুন্ধরার প্লটের অর্ডার দিয়ে দেন - প্রজেক্ট শেষ হতে হতে প্লটও পেয়ে যাবেন আপনি।

বাচতে হলে জানতে হবে। আরে জানলেই যদি বাঁচা যেত তাহলে আম্রিকায় এত এইডস রোগী থাকত না, থাকত বাংলাদেশে। বাঁচতে হলে শুধু জানলে হয় না, মানতেও হয়।

যেটা মানতে হয় তার নাম ইসলাম।

-- শরীফ আবু হায়াত

No comments:

Post a Comment