কিছু মানুষ কিছুতেই বুঝবে না

​​
কিছু মানুষ কিছুতেই বুঝবে না কেন ১৪০০ বছর আগে মারা যাওয়া একজন মানুষের দাম আমাদের কাছে কী। তিনি যখন জীবিত ছিলেন তখন তার চারপাশের মানুষেরা তার গায়ে কাঁটা বিধতে দেওয়ার চেয়ে নিজেদের জীবন দিতে বেশি পছন্দ করতেন। এটা কথার কথা ছিলো না, অনেকে তা জীবন দিয়ে প্রমাণও করেছেন। আজো এই পৃথিবীতে অন্তত এক কোটি মানুষ পাওয়া যাবে যারা এই মানুষটির অনুসরণ করতে গিয়ে দরকার হলে হাসিমুখে বুলেটের সামনে দাঁড়াবে। তার সম্মানকে নিজেদের জীবনের চেয়ে বেশি দাম দেবে।

কিছু মানুষ কখনই বুঝতে চাইবে না এই মানুষটা কী ভালোবাসার বাঁধনে পুরো মুসলিম জাতিকে বেঁধে গিয়েছেন। এ ভালোবাসা অন্ধ ভালোবাসা নয়। এ ভালোবাসার ভিত্তি আলো--যে যত বেশি জানবে সে তত বেশি ভালোবাসবে।

মুহাম্মাদ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কাছে কী এটা যে আমার বুকের ভেতরের তুফানটা তার বুকের ভেতরে অনুভব করতে পারবে না--সে বুঝবে না।

-- শরীফ আবু হায়াত অপু

No comments:

Post a Comment