আধুনিকতা ও নষ্টামো কি একই জিনিস? এই লেখাটি না পড়লে মিস করবেন

মুরুব্বীদেরকে বলতে শুনেছি যত দিন যাবে তত মানুষজন থেকে লজ্জা কমে যাবে।
.

আমি বিষয়টাকে একটু অন্যভাবে দেখি।

আমার মতে, আমরা জাতিগতভাবে যে দুইশ' বছর ওয়েষ্টের গোলাম/দাস ছিলাম, সে দুইশ বছরে আমাদের জাতীয় রক্তে-চিন্তায়-ব্রেনে-শরীরের প্রতিটা সেলের ডিএনএ'র ভিতর দুইশ' বছর আমাদেরকে যারা শাসন করেছে সেই সাহেবদের মত হওয়ার একটা সুপ্ত বাসনা ভীষন শক্তভাবে ঢুকে গেছে।
.

আমরা তাই 'স্বাধীন' হয়েছি ঠিকই, কিন্তু আমাদের মন-মানসিকতা-চিন্তা-ভাবনা এখনো কলোনাইজড।
.

তারই ফসল, সাহেবদের নির্লজ্জ্বতার সাথে প্রতিযোগীতা দিয়ে ডেকচির চে' ঢাকনা গরমের মত সাহেবদেরকে টেক্কা দিয়ে তাদের চে'ও বেশী নির্লজ্জ্ব হওয়ার চেষ্টা!
.

আমাদের কাছে তাই 'মডার্ণ' হওয়ার সংজ্ঞা হলো ওয়েষ্টের কালচার/ড্রেসাপ কে adopt করে নেয়া।
.

উদাহরণ- যখন কোনো মেয়ে খোলা-মেলা কাপড় পড়ে, তখন আমরা বলিনা 'মেয়েটা বেহায়া হয়ে গেছে', উলটা বলি 'বেশী মডার্ণ হয়ে গেছে'!

যখন কেউ ফেইসবুকে নিজেদের অন্তরংগ ছবি দিচ্ছে, আমরা বলিনা 'এ বেয়াদব হয়ে গেছে', উলটা বলি 'আজকালকার ছেলেমেয়েরা বেশী ফাষ্ট হয়ে গেছে'!
.

ফাষ্ট হওয়া, মডার্ণ হওয়া, আধুনিক হওয়ার সংজ্ঞা আমাদের কাছে 'ওয়েষ্টের মত হওয়া'!

(দুঃখজনক হলো, ওয়েষ্টের ভাল জিনিষ না নিয়ে আমরা তাদের খারাপগুলোই নেই আর সেই খারাপ দিকগুলোকেই মডার্ণ/আধুনিক বলি!)
.

ওয়েষ্টের কালচারে লজ্জা-শরমের জায়গা বলতে গেলে নেইই।

মা-বাবা'র সামনেই ছেলে তার গার্লফ্রেন্ডকে চুমু খাচ্ছে, বা মেয়ে তার বয়ফ্রেন্ডের কোলে উঠে যাচ্ছে, কেউ কেয়ার করেনা।
.

দুঃখ লাগে যখন ওয়েষ্টকে ফলো করতে করতে তথাকথিত 'মডার্ণ' হতে গিয়ে আমাদের সমাজের মানুষজনকেও দেখি prototyped আচড়ণ করতে।

আর তাই করতে গিয়ে, ডেকচির চেয়ে ঢাকনা গরমের মত, ওয়েষ্টেও মানুষজনও যা করেনা, এখানে তারা তাও করতে ছাড়েনা!
.

মা-বাবা'র সামনেই নিজের জামাই বা বউ'র সাথে গা ঘেষাঘেষি করে বসে থাকা।
মুরুব্বীদের সামনেই একজন আরেকজনকে জড়ায়ে ধরে ছবি তোলা।
এসব দেখলাম একদম কমন বিষয়!
.

এবার বাংলাদেশে একটা ঘটনা চোখের সামনে দেখে একদম stunned হয়ে গিয়েছিলাম।
ঢাকার বসুন্ধরা মার্কেটে একটা ছেলে একটা মেয়ে মারামারি করছে!
ছেলেটা মেয়েটার হাত মুচড়ে ধরেছে, মেয়েটা বাকী খোলা হাতটা দিয়ে ঠাস করে ছেলেটাকে ভীষন একটা চড় লাগিয়ে দিলো!

আমি হতভম্ব।

জীবনে এরকম প্রকাশ্যে ছেলে-মেয়ের মারামারি দেখিনি, তাড়াতাড়ি থামাতে যাবো ভাবছি, তখন শুনলাম, মেয়েটা বলছে, তোর প্রেমের থোড়াই কেয়ার করি! ছাড় শালা!

আর ছেলেটাও সাথে সাথে চড়া গলায় বললো, তোকে যদি আর কোনোদিন অমুকের সাথে দেখছি, একদম হাত ভেংগে দিবো।

আমি হতভম্ব হয়ে এক্সসেলেটরের নীচে দাঁড়িয়ে আছি।
পিছন থেকে একজন বললেন 'আপু, রাস্তা ছাড়েন। এসব নাটক সস্তা হয়ে গেছে। দেখার কিছু নেই'!

আমি অবাক হয়ে বললাম, তাই বলে ছেলেটা মেয়েটার এভাবে হাত মুচড়ে দেবে?

নির্লিপ্ত কমেন্ট শুনলাম, মেয়েটাও তো ছেলেটাকে চড় মেরেছে!

ভাবলাম, আরে, তাইতো!

এক্সসেলেটর দিয়ে উঠে এসেও কৌতুহলে একটু দূরে দাঁড়িয়ে রইলাম, দেখি এরা কী করে।

ওম্মা, একটু পরেই দেখি আরেক জোড়া ছেলে মেয়ে আসলো।
চারজন মিলে কিছুক্ষন চরম হাউকাউ করলো।

দূর থেকে কথা বুঝতে পারছিলাম না।

মিনিট খানেক পরেই আমাকে অবাক করে দিয়ে চারজন একসাথে এক টেবিলে খেতে বসলো, যেন একটু আগে কিছুই হয়নি!!

পরে কাছের মানুষদের কাছ থেকে জানলাম, এখন এমন মারামারি করাটাই প্রেম!! যারা মারামারি করেনা, তারা আবার কীসের প্রেম করে?

প্রেম এখন ঝাল-মিষ্টি-টক-টক!
.

অবাক হয়ে ভাবছিলাম, ডেকচির চেয়ে আসলেই দেখি ঢাকনা গরম!

অস্ট্রেলিয়ায় প্রকাশ্যে এমন মারামারি করলে আশেপাশের মানুষজন সোজা পুলিশকে ফোন করে দিবে, বলবে একজন আরেকজনকে এবিউজ করছে!
.

ডেকচির চেয়ে ঢাকনা গরমের আরেক নমুনা ইদানিং দেখছি ফেইসবুকে।

নিজেদের অন্তরংগ ছবি আপলোডানো তো আছেই, এসব ছবি, স্ট্যাটাস রোমান্টিকতার সীমানা পেরিয়ে যে vulgar হয়ে যাচ্ছে, অশ্লীল দেখাচ্ছে, তার কারো কোনো হুঁশ নেই।
.

মানুষজনের প্রেম আর ভালবাসা হয়ে গেছে এখন দেখানোর প্রতিযোগীতা।
কে কত দেখাতে পারে!
.

নতুন আরেকটা যে জিনিষটা এবার দেখলাম, তা হলো, একজন আরেকজনকে সবার সামনেই, এমনকি মুরুব্বেদের সামনেও, বে-ই-ই-বী, বাবুসোনা, গুড্ডু সোনা এসব ডাকা!
.

এক পরিচিত মেয়ে অনেকের সামনেই, যেখানে আমিও ছিলাম, তার বয়ফ্রেন্ডকে যখন বাবুসোনা বলছিলো, মেজাজ আর সামলাতে পারলাম না।
বললাম, 'তুমি কি জানো, গ্রাম-গঞ্জে সোনা কাকে বলে?'
মেয়েটা চোখ কুঁচকে জিজ্ঞেস করলো 'কাকে?'
বললাম, ছোট মেয়েদের শরীরের প্রাইভেট পার্টকে গ্রামে আদর করে বাবা-মা বা মুরুব্বীরা সোনা বলে। তোমার বয়ফ্রেন্ড কী তোমার শরীরের প্রাইভেট পার্ট?

এরপর ওখানে কী হয়েছিলো তা আর নাইই বলি।
.

ক'দিন দেশে থেকে যা বুঝেছি, তা হলো, মানুষজনের এ ধরনের ব্যবহার, আচার-আচড়ন মূলতঃ দু'টো কারণের ফসল।
.

এক- কলোনাইজড মন মানসিকতা- যা থেকে এসেছে ওয়েষ্টের লোকজনের চেয়েও বেশী ওয়েষ্টার্ণ হওয়ার চেষ্টা!

আর দুঃখজনক হলো, নতুন জেনারেশনের ছেলেমেয়েরা তাদের আগের জেনারেশনের চেয়ে আরো বেশী কলোনাইজড।

আগের জেনারেশনে তাও কিছুটা হলেও একটা নিজস্ব সেন্স ছিলো, নিজস্ব বোধ ছিলো।

এখনকার ছেলে-মেয়েদেরকে তিনটা 'S' দিয়ে ডিফাইন করা যায়।
Show off
Shallow
Sense-less

এরা না বাংলাদেশী, না বিদেশী! জীবনে বিদেশে না গিয়েও এরা বিদেশীদের চেয়ে দশগুন বেশী বিদেশী!
.

দুই- অজ্ঞতা।

আধুনিকতা কাকে বলে এটাই তেমন কেউ জানেনা!

আধুনিকতার সাথে modesty'র যে অন্তরংগ সম্পর্ক- তার কোনো আইডিয়াই নাই বাংলাদেশীদের সো-কল্ড 'আধুনিকতা'য়।

এরা আধুনিকতা মানেই মনে করে বলিউড আর হলিউডের মুভিতে যা দেখে তা।

অথচ এদের কোনো ধারণাই নাই যে এমনকি খোদ এমেরিকার মেইনস্ট্রীম সোসাইটির সাথে হলিউডে যা দেখায় তার সাথে তেমন কোনো মিলই নেই।
.

একেকটা কালচারের একেক রকম দিক থাকে যেগুলো সে কালচারের সৌন্দর্য্যের মত, সেগুলো তার নিজস্ব unique বৈশিষ্ট।

মানুষ হোক বা কালচার, কেউ যখন নিজস্বতা ছেড়ে দিয়ে হুবুহু অন্যের মত হয়ে যেতে চেষ্টা করে তখন বার বার কেনো যে কাকের ময়ূর-পুচ্ছ লাগিয়ে ময়ূর হতে চেষ্টা করার গল্পের কথা মনে পড়ে যায়!
.

আপনি যখন লজ্জা-শরমকে জলাঞ্জলি দিয়ে অন্যের সামনে আপনার জামাই বা বউ'র সাথে লাগালাগি করছেন,
গা ঘেষাঘেষি করছেন,
জড়ায়ে ধরে খুব রোমান্টিকলি ছবি তোলে ফেইসবুকে দিচ্ছেন,
জ্বী না, আপনি মডার্ণ হননি,
আপনি যা হয়েছেন তার নাম বেহায়া হওয়া।
তার নাম বেলাজ হওয়া।
তার নাম কাকের ময়ূর হতে চেষ্টা করা।
.

কখনো কী ভেবে দেখেছেন, আপনার আমার সবার শরীর একইরকম হওয়ার পরও আমরা কাপড় পড়ি কেনো?
সব মেয়ের শরীরই তো একই, আবার সব ছেলের শরীরইতো একই, তারপরও কেনো আমরা শরীর ঢেকে রাখি?

কারন,
কিছু জিনিষ ঢেকে রাখাতেই সৌন্দর্য্য।
কিছু কিছু ব্যবহার/আচার-আচড়নও তেমন প্রাইভেট রাখাতেই সৌন্দর্য্য।
.

কাকের মত পুচ্ছ-লাগানো কুৎসিত ময়ূর হতে চেষ্টা না করে নিজে একজন আসল ময়ূর হন।

তখন এত কষ্ট করে ফেইসবুকে ছবির পর ছবি দিয়ে, স্ট্যাটাসের পর স্ট্যাটাস দিয়ে আপনাকে বলতে হবেনা দেখো দেখো আমি কত সুন্দর! দেখো দেখো আমরা কত রোমান্টিক!
.

এন্ড বাই দ্য ওয়ে, মানুষ আপনাকে সুন্দর বললো কিনা, মানুষের কাছে আপনি রোমান্টিক কিনা তা প্রমাণ করে কী লাভ শুনি?

যে পরিমাণ effort আপনারা নিজেদেরকে অন্য মানুষের কাছে সুন্দর প্রমাণ করতে, রোমান্টিক প্রমান করতে ব্যয় করেন, তার সিকিভাগও যদি আপনি আর আপনার পার্টনার একজন আরেকজনকে প্রমান করতে ব্যয় করতেন, আপনাদের চে' সুখী আর কেউ হতো না!- এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি

[Collected from sister Farjana, শিরোনাম সম্পাদক কর্তৃক প্রদত্ত]

No comments:

Post a Comment