একি সংকোচ, নাকি অজুহাত !

বেশ কিছু দিন আগের কথা....
খিলগাঁওয়ের এক মসজিদে ইশার নামাজ পড়লাম। নামাজের পর মসজিদের বারান্দায় বয়স্কদের কোরআন শিক্ষা কোর্স চালু করা হয়েছে। সেদিনই ছিল এর প্রথম দিন। যদিও এই কোর্স বয়স্কদের জন্য, আর বয়স্ক বলতে ছোট বাচ্চা ব্যতীত প্রাপ্ত বয়স্ক যে কাউকে বোঝানো হয়, কিন্তু এই কোর্সে কিছু বৃদ্ধ ছাড়া আর কাউকে চোখে পড়লো না। যাই হোক, ক্লাসের শুরুতে যিনি কোরআনে কারিম শেখাবেন অর্থাৎ মুআল্লিমুল কোরআন কিছু কথা বললেন। ১০ মিনিটের এই বক্তব্যের প্রতিটি কথাই ছিল হৃদয়ে দাগ কাটার মত। একেবারে শেষের দিকে তিনি যে কথাটি বলেছেন, তাই শুধু নকল করে দিলাম, ছোট বয়সে যাদের কোরআন শেখার সুযোগ হয়নি, এরকম কাউকে যখন আমি কোরআন শেখার দাওয়াত দেই, তখন এদের অনেকেই একটি উত্তর দেন - "ছোট বেলায় শিখি নি, এখন এত বড় হয়ে শিখতে কেমন যেন সংকোচ হয়" আমি তাদের বলি, ভাই ! ধরুন আপনি কোথাও যাচ্ছেন। পথে আপনার স্যান্ডেল ছিঁড়ে গেল। আপনি তখন কি করবেন? অবশ্যই মুচির কাছে যাবেন। তা এই মুচিরা কোথায় বসে? নিশ্চয়ই বড় কোন শপিং কমপ্লেক্সের এসি কোন দোকানে নয়। বরং দুর্গন্ধযুক্ত ড্রেনের পাশে, ধূলি ধুসরিত রাস্তার পাশে এদের পাওয়া যায়। পদ মর্যাদা সম্মান সবদিক দিয়েই এত বিশাল একজন মানুষ হওয়া সত্ত্বেও একজন সাধারণ মুচির কাছে সামান্য একটি স্যান্ডেল ঠিক করার জন্য আপনি তখন ড্রেনের পাশে দাঁড়াবেন। প্রখর রোদ সহ্য করে তা ঠিক করাবেন। কিন্তু এতে আপনার বিন্দুমাত্র সংকোচ হবে না। অথচ মহান আল্লাহর কালামকে ঠিক করার জন্য, সঠিকভাবে তিলাওয়াতের জন্য যখন অভিজ্ঞ একজন কারী সাহেবের দ্বারস্থ হতে আপনাকে আহবান করা হয়, তখন আপনার এত সঙ্কোচ হয় ??? একি সংকোচ, নাকি অজুহাত !

[collected from facebook]

No comments:

Post a Comment