কালো মেয়েটির বিয়ে ভেঙে

'কমলালেবুর কোয়া' বিশেষণটা বাংলাদেশি ভালোবাসার উপন্যাসে মেয়েদের ঠোঁটের উপমা হিসেবে পাওয়া যায়। নারীদেহকে পণ্য বানাতে বানাতে একেবারে পচনশীল পণ্য বানিয়ে ফেলা হয়েছে। আরো মোটা দাগে দেখলে খাদ্যবস্তু বানিয়ে ফেলা হয়েছে। এটা নিয়ে নারীবাদীদের তেমন কোন আপত্তি নেই--এতো নিছক সাহিত্য। আমরা মেনে নিলাম।

যখন ঢাকার রাস্তায় লিপস্টিকের বিজ্ঞাপনে বিশাল অধরাষ্ঠ পুরুষ প্রজাতিকে খাদ্যটির স্বরূপ দেখায় তখনও আমরা কোন নারীনেত্রীকে প্রতিবাদ করতে দেখি না। বিশ্বায়নের যুগের বিপণন এমনটি হতেই পারে।

আমাদের কেবলই কষ্ট লাগতে থাকে যখন কালো মেয়েটির বিয়ে ভেঙে যায় কারণ কালো রঙের কমলা হয় না। এক কোষ কমলার স্বপ্ন যখন লাখো যুবক দেখবে তখন সমাজের সম্পর্কগুলোতে চিড় ধরবেই।

Courtesy : Sharif Abu Hayat Opu

No comments:

Post a Comment