সেনাপতি কুতাইবাকে চেনো?

তাজিকিস্তানের এক ছাত্রের সাথে কথা বলছিলাম। তাকে দেখে সোনালী অনেক ইতিহাস মনে পড়ে গেল। সেনানায়ক কুতাইবা বুখারা, সমরখন্দ বিজয় করে ঘোড়া ছুটিয়ে ছিলেন এই জমিনের উপর দিয়ে। কাশগড়ও মুসলিমদের হয়েছিল তার নেতৃত্বে। তার ঘোড়ার সেই ঠক ঠক শব্দ কি আজও প্রতিধ্বনিত হয় মধ্য এশিয়ার পাহাড়ে পাহাড়ে?

"সেনাপতি কুতাইবাকে চেনো?'' অনেক আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলাম।

সে মনে হয় প্রথমবার এ নাম শুনলো। উল্টা আমাকেই জিজ্ঞাসা করল, ''কে কুতাইবা?''

হতাশ হয়ে মাথা নিচু করে বসে থাকলাম। আত্মপরিচয়হীনতার অন্ধকারে আরও কতদিন থাকবে এই উম্মাহ? এবার সে আমাকে জিজ্ঞাসা করল, শেকার খানকে (শাহরুখ খান) চেন?

দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ালাম। আমাদের আসল নায়ক কুতাইবা, মুহাম্মদ বিন কাসিম, তারিক বিন যিয়াদদের না চিনলেও তো সমস্যা নাই; কিন্তু শাহরুখ খান, সালমান খানদের না চিনলে কিভাবে হয়?

-- সাজিদ করিম (ইরান থেকে)

No comments:

Post a Comment