প্রেম পিরীতির গ্যাড়াকলে

জনৈক বৎস প্রেম পিরীতির গ্যাড়াকলে পড়িয়া বিরক্তির সহিত কহিল,

প্রেম একখানা স্বর্গীয় বস্তু ...
যারা স্বর্গ থেকে নামিয়া আসে ...

এবং আমাদিগকে সরাসরি নরকের দিকে ঠেলিয়া নিয়া যায়।

- নাজমুস সাকিব

* * *

অন্য নারী গায়ের ওপর ঢলে না পড়লে শেভিং ব্লেড কেনা সার্থক হয়না [নারীর সংখ্যা একাধিক হতে পারে, আর একাধিক বিয়ে করলেই যত সমস্যা!]

অপবিত্র মুখভঙ্গি না করলে খাবার জিনিসের মজার প্রমাণ মেলেনা [এই নোংরা অ্যাড বাচ্চারাও দেখছে]

গায়ের রঙ ফর্সা না হলে মেয়ের বিয়ে হয়না [বাহ, আর কোন গুণের প্রয়োজন নেই, গায়ের চামড়া ঘষে একপরত তুলে ফেললেই বিয়ে সুনিশ্চিত],

পাউডারের সুবাসে অন্য পুরুষকে বিমোহিত করতে না পারলে চাকরী মেলেনা [তাহলে পাউডার লাগালেই হয়, লেখাপড়া করে মেধা, টাকাপয়সা আর সময় নষ্ট করার দরকার কি?

এবং সবচেয়ে মজার ব্যাপার ত্রিশ সেকেন্ডের একখানা অ্যাডের শেষে একখানা টুথপেস্টকে কেন্দ্র করে দাদি নানি থেকে রাস্তার লোক পর্যন্ত সব নাচতে থাকে।

সুখী সম্বৃদ্ধ বাংলাদেশের সার্থক চিত্র!

* * *

মান্না দে সাহেবের গান শুনেছিলাম কোন এক সময়ে ...

"যদি কাগজে লিখ নাম, কাগজ ছিড়ে যাবে।
পাথরে লিখ নাম, পাথর ক্ষয়ে যাবে।
হৃদয়ে লিখ নাম, ও নাম রয়ে যাবে। হুম..."

কাগজ-পাথরের বিষয় দুটি পরিষ্কার। কিন্তু হৃদয়ের বিষয়টি আজকাল আর তেমন নয়। এখন অধিকাংশ বালক-বালিকার হৃদয় খুললে দেখা যাবে, কত নাম যে তাতে লেখা হয়েছে, কত নাম যে সেখান থেকে মুছে গেছে!! একমাত্র কাবিননামায় রেজিষ্ট্রি করা যে নামটি লেখা হয়েছে, সেটাই শুধু রয়ে যায় ...

সেজন্যই আমরা বলি -- প্রেম নয়, বিয়ে করুনঃ আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন

[সংগৃহীত এবং পরিমার্জিত]

No comments:

Post a Comment