শফি হুজুরের তেঁতুল নিয়ে ক্ষেপে ওঠা কিছু লম্পট ভন্ডের গল্প

শফি হুজুর "তেঁতুল" শব্দ উচ্চারণ করেছেন। এখানে কনটেক্সট হল, একজন অশীতিপর বৃদ্ধ তার গ্রাম্য ওয়াজে একটা বিশেষ অডিয়েন্সকে সামনে রেখে কথা বলেছেন।

এ ধরনের শব্দচয়ন সমর্থনযোগ্য না। যারা তার এ শব্দচয়ন নিয়ে নিন্দা জানান এবং বলেন যে এতে নারীর প্রতি তার যে দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে এটা নিন্দনীয়, আমি তাদের সাথে পুরোপুরি সহমত পোষণ করি।

এরকম কয়েকজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি যারা শফি হুজুরের সমালোচনার মাধ্যমে নারী অধিকার রক্ষা করতে বদ্ধপরিকর। তবে এখানে একটা ছোট সমস্যা হল তারা ইউরোপে সামারের যে কোন একদিনে নারীদের প্রতি যে সম্মান দেখান (যেভাবে তাকান আর যেসব মন্তব্য করেন ), সেটা দশ হাজার শফি হুজুর যদি প্রাণপন সারা জীবনও চেষ্টা করেন তাও দেখাতে পারবেন না।

এছাড়াও কার কম্পিউটারের কোন ফোল্ডারে কি আছে সেটা ত তিনি আর আল্লাহই জানেন। নিজের চেহারাটা আয়নায় এত কুৎসিত কেন ?

-- জাহিদুল ইসলাম রাজন

No comments:

Post a Comment