টাইট ফিট ড্রেস পরে মাথায় পট্টি বাঁধার নাম ‪‎হিজাব‬ না

টাইট ফিট ড্রেস পরে মাথায় পট্টি বাঁধার নাম ‪‎হিজাব‬ না, মাথায় পট্টি বেঁধে বয়ফ্রেন্ডের হাত ধরে ঘুরাঘুরি করা, ইটিশপিটিশ করার নাম হিজাব না, মাথায় পট্টি বেঁধে ধার্মিক সেজে ফেসবুকে প্রোফাইল পিক দিয়ে লাইক পাওয়ার জন্য নিজেকে শো অফ করার নাম হিজাব না।

কাকে ধোঁকা দিচ্ছেন? আল্লাহকে? নিজেকে? নাকি পুরো মুসলিম উম্মাহকে???? প্রশ্ন থাকলো!

হিজাব হলো বাহ্যিক পর্দা যা পালন করা ফরজ এবং যার বিধান স্বয়ং মহান আল্লাহ্‌ দিয়েছেন। এবং যেভাবে দিয়েছেন ওইভাবেই আদায় করতে হবে। (দেখুন সূরা নূর,সূরা আহযাব)

নিজের খেয়াল খুশিমতো, লোকদেখানোর জন্য, কমপ্লিমেন্ট পাওয়ার জন্য, প্রেম পিরীতিকে হালাল করার জন্য মাথায় পট্টি বেঁধে হিজাবের কোন দরকার নেই।

আপনার এইসব ফাইজলামি মার্কা হিজাবি লুক আমাদের সত্যিকারের হিজাবি বোনদেরকে অপমানিত করে। আপনাদের মতো ফাজিলদের জন্য যারা মহান আল্লাহ্‌র হুকুম পালনের জন্য হিজাব পালন করে তাদেরকেও লোকজন বাঁকা চোখে দেখে।

সত্যিকারের পর্দানশিনদের দেখলে লোকজন মনে মনে বলে "বোরকা তো পরছে কিন্তু বোরকার তলে না জানি কি হয়"।

অতএব হিজাব করুন মহান আল্লাহ্‌র হুকুম পালনের জন্য, ফাইজলামি করার জন্য করলে হিজাবটা খুলে রেখেই ফাইজলামি করুন.......

~ Sabet Bin Mukter

No comments:

Post a Comment