গল্প: হারানো বস্তু

হারানো বস্তু

নতুন সাইকেল কিনেছে শাহীন। অনেক আব্দারের পর এই সাইকেল প্রাপ্তি। সুযোগ পেলেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। বন্ধ সলীম তো আগেই কিনেছে। আগে দু'জনে একটা চালাতো, এখন দু'জনে দুইটা।
বর্ষাকাল শুরু হয়েছে। রাস্তাঘাটে পানিও জমেছে। জমে থাকা পানির ওপর দিয়ে সাইকেল চালানোর মজাই আলাদা। পানির বুক কেটে সাইকেলের চাকা যেভাবে তরতর এগিয়ে যায় দেখলে মনে হয় জাহাজ চলছে সাগরের বুক চিরে।
সেদিন বিকেলে দু'বন্ধু মিলে জোরে সাইকেল চালানোর প্রতিযোগিতা করছে। জমে থাকা পানি, খানা-খন্দ কিছুই মানছে, পঙ্খিরাজের মতো সাইকেলকে উড়িয়ে নিয়ে যাচ্ছে।
সামনে ভাঙা রাস্তায় অনেক পানি জমে আছে। দু'জন না থেমে সাইকেল চালিয়ে পার হয়ে গেলো। চার চাকার অবিশ্রাম ঘূর্ণনে, খাদের পানি ছিটকে গিয়ে রাস্তার দু'পাশটা ভিজিয়ে দিল। রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক বৃদ্ধ লোক। তার শরীরের নিচের অংশ পুরোটাই ভিজে গেলো।
সাহীন-সালিম বিষয়টা দেখেও না থেমে জোরে সাইকেল চালিয়ে যেতে থাকলো। এটা দেখে বৃদ্ধলোকটা জোরে হাঁক দিয়ে বললেন:
-খোকারা! তোমরা মূল্যবাণ একটা বস্তু ফেলে যাচ্ছ কিন্তু।
দু'জনেই কথাটা শুনে থামল। সাইকেল ঘুরিয়ে বৃদ্ধলোকটার কাছে এসে জানতে চাইলো:
-আমাদের কী পড়ে গেছে দাদু?
-ভদ্রতা ও শিষ্টাচার।

সৌজন্যে : Atik Ullah
গল্পসল্প- স্বল্পগল্প সিরিজ

No comments:

Post a Comment