যদি তোমরা আমার মধ্যে কোন বক্রতা দেখ তবে আমাকে সোজা করে দিও

​​ওমরও নেই। আর তেমন জনগণও নেই...

খলিফা হিসাবে ভাষণ দিতে গিয়ে হযরত ওমর (রাঃ) বলেন,
"যদি তোমরা আমার মধ্যে কোন বক্রতা দেখ তবে আমাকে সোজা করে দিও"।

সমবেত মুসলমানদের মধ্য থেকে একজন বলে ওঠেন, "তোমার মধ্যে কোন বক্রতা দেখলে আমরা তোমাকে তীক্ষ্ণধার তরবারী দিয়ে সোজা করে দেব"। একথা শুনে ওমর (রাঃ) বললেন,
"আল্লাহর হাজার শোকর যে, তিনি ওমরের খেলাফতের মধ্যে এমন ব্যক্তিও সৃষ্টি করেছেন যে তাকে তীক্ষ্ণধার তরবারী দিয়ে সোজা করতে পারে"।

এখনকার তথাককথিত গনতান্ত্রিক শাসন ব্যবস্থার যুগে কর্তা ব্যক্তিরা ঘুষ কে জায়েয করে আর সরকারী পদকে আপন সম্পত্তি মনে করে...

তখনকার শাসক এবং শাসিত দুপক্ষেরই পুষ্টির উৎস ছিল কোরআন। এখনতো দুপক্ষই অপুষ্টিতে ভুগছে...

collected from
brother Muzahid Rasel

No comments:

Post a Comment