মেয়েরা হিজাব দিয়েই সব কিছু করতে পারে??

"মেয়েরা হিজাব দিয়েই সব কিছু করতে পারে--" কথাটা প্রায়ই বলে থাকেন অনেকে। কথাটা কিন্তু, ভুল!! আর এই ভুলের হাত ধরে এখন আরও নতুন নতুন ভুলের পথ তৈরি হচ্ছে। যেমন হিজাব দিয়ে অলিম্পিকে গেমসে অংশগ্রহণ করা, হিজাব দিয়ে সুন্দরী প্রতিযোগিতা করা! বহু আগে পেপারে দেখেছিলাম কোনও এক মুসলিম দেশে হিজাবী মেয়েদের গানের দল বের হয়েছে, কিন্তু তারা গান গাইবার আগে বয়ফ্রেন্ডদের অনুমতি চেয়ে নেয়! এমন আরও অনেক কিছুই আজকাল হচ্ছে! এমন অনেক পরিবেশেই মেয়েদের দেখা যাচ্ছে যেখানে তাদের যাওয়ার কথা না, কেবল এই একটা ভুল যুক্তিতে!! 'হিজাব দিয়ে সব করা যায়'! না! হিজাব হল হিজাব। আর "হালাল-হারাম" বলে আরেকটা অবশ্য-বিবেচ্য বিষয় আছে!! হিজাব দিয়ে সব করা যায় না!!! যা কিছু আল্লাহ মেয়েদের জন্য হালাল করেছেন, আর সেখানে হিজাবের হুকুমও প্রযোজ্য, সেই কাজগুলো হিজাব দেয়া অবস্থায় করা সম্ভব, করা যায়, করতে হবে! যেই কাজটা হালালই নয়, প্রশ্ন সেখানে কেবল হিজাব দেয়া হল কি হল না, সেটার না! "বিসমিল্লাহ" বলে মদ খেলেই যেমন মদটা হালাল হয়ে যাবে না, হালাল হবে না মদ খাওয়ার কাজটাও, তেমনি হিজাব দিয়ে একটা হারাম কাজ করলে "হিজাব দেয়া আছে" এই মর্মে সেই হারাম কাজটা হালাল হয়ে যাবে না! 

--- নায়লা নুযহাত

No comments:

Post a Comment