প্রসঙ্গ : প্রবৃত্তি

আমাদের প্রবৃত্তিকে নিয়ে বড় বেশী টানা হেঁচড়া খেলা হচ্ছে। আমাদের জীবনাদর্শ ইসলাম বলছে "খালওয়া" বা একান্তে নারী-পুরুষের মেলামেশা নিষিদ্ধ, ইসলাম বলেছে চরিত্রই সবচেয়ে বড় সম্পদ, ইসলাম বলেছে দৃষ্টিকে অবনত রাখতে, ইসলাম বলেছে ফ্রী মিক্সিং না করতে, ইসলাম বলেছে লজ্জা স্থানের হিফাজত করতে। আমাদের মুরব্বীরা, আমাদের সমাজও তাই বলছে। এদিকে আমাদের প্রবৃত্তি আমাদেরকে টানছে উল্টোদিকে। অনেক কষ্টে যখন আমরা আমাদের প্রবৃত্তিকে দমাচ্ছি ঠিক তখন আমাদের প্রবৃত্তিকে পুনরায় শতগুনে জাগিয়ে দিচ্ছে বিনোদন জগতের দেহ ব্যবসায়ীরা। 

তাদের নগ্ন দৈহিক প্রদর্শন যেমন লাক্স সাবানের গুনাবলীর কথা বলে, তেমনি ঐ অর্ধনগ্ন নারীর অসংলগ্ন দৈহিক প্রদর্শনীর মাধ্যমে এমনই একটি নারীর সয্যা সঙ্গের বাতিক জাগিয়ে দেয়। একই ভাবে নাটক সিনেমার হৃদয়গ্রাহী কাহিনী এবং চরিত্র আমাদেরকে প্রতি মুহুর্তে একটি অন্তরঙ্গ সম্পর্কের চাহিদা শতগুনে বাড়িয়ে দেয়, ভালোবাসতে প্রবল বেগে উৎসাহিত করে, আপন কাউকে খুজে পেতে আরও তৃষ্ণার্ত করে তোলে। প্রতিদিন এ কাজটা একবার দুবার নয় বরং হাজারটা বার আমাদেরকে এটা আক্রমন করছে। 

--অকপট শুভ্র ।

No comments:

Post a Comment