সুন্দরী প্রতিযোগিতা

সুন্দরী প্রতিযোগিতা হয় না ? সাদাসিধে আবেগী মেয়েরা তখন ভাবে,"আমি কতোটা আত্ববিশ্বাসী, স্মার্ট, বাকপটু সেটাই প্রমাণ হয়ে যাবে" "আমি দেখিয়ে দিবো আমি নিজেকে আকর্ষণীয় ভাবে হাজির করতে পারি সবসময়" "আমিই হবো সেরা" ইত্যাদি ইত্যাদি...কিন্তু কী জানেন, কালো একটা মেঘে মন ছেয়ে যায় যখন দেখি বোকা মেয়েগুলিকে আসলে "ব্যবহার" করা হচ্ছে, কিন্তু ওরা বুঝতেও পারছে না! পোকা যেমন আগুনের আলো দেখলে লাফিয়ে পড়ে, এই মেয়েগুলিও তেমন। সমাজের বিভিন্ন নামী-দামী বড় বড় কোম্পানিগুলো এইসব অনুষ্ঠানের আয়োজন করে, তারপর এর প্রচার, প্রসার, বিজ্ঞাপন করে ঢালাওভাবে... ফলস্বরুপ- মেয়েদের কাছে এটা তখন স্বপ্নের মত মনে হয়! তাদেরকে এতো গ্ল্যামারাসভাবে দেখানো হয় সবকিছু যে তারা কনভিন্সড হতে বাধ্য! মানুষ তো সহজেই বিশ্বাস করে, আর মেয়েরা আরো বেশি কল্পনাবিলাসী। তারা ভাবে এই স্বপ্নরাজত্বে সেই-ই হবে নায়িকা! অথচ বাস্তবে কি হয়? আগুনের আলোটা দেখতে যেয়ে এর সীমাহীন উত্তাপের কথাটা তার আর মাথায় থাকে না। ফটোসুন্দরী, বিশ্বসুন্দরী এসব প্রতিযোগিতায় জিতে যেয়েও তাকে হতে হয় কয়েকটি পণ্যদ্রব্যের "হ্যাঙ্গার" মাত্র!!


- আনিকা ওয়ার্দা তুবা

No comments:

Post a Comment