জন্মেছ বাঙালি করে, মানুষ করনি

"বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও"

হুম চিনে নিতে হবে আপনার জীবন সঙ্গীকে তবে তা "ডেটিং" করে বা "খালওয়া" করে নয়। 

আপনাকে তাঁকে চিনে নিতে হবে বংশ, শিক্ষা ও আমল আখলাকের ভিত্তিতে।

..............


বাংলায় কিছু সার্চ করতে গেলেই চটি সাইট হাজির হয়। কী এক মুসিবত, অফিসের কলিগের উপস্থিত পাশে, সার্চ মারলাম একটা বাক্য দিয়া, ৫-৬ টা সাইট পরেই এইসব হাজির। অথচ বাক্যটা পুরাই নিস্পাপ বাক্য। অনলাইনে বাংলায় সবচাইতে সমৃদ্ধ সাহিত্য হচ্ছে কামাসক্তদের এইসব চটিসাহিত্য। বাংলার অজস্র অক্ষর চাপলে লজ্জায় মারা যাওয়ার অবস্থা হয়, বাক্য না, স্রেফ একটা অক্ষরের সাথে আ-কার, উ-কার দিলেই... 

কবিগুরুরে মিসাই প্রায়ই... 

'জন্মেছ বাঙালি করে, মানুষ করনি...'

....

গরুদরদী যেসব নাস্তিক কুরবানীর পশু জবাইয়ের সমালোচনা করে তাদের কাছে আমার দাবি,

তারা যেন খাওয়ার আগে এবং হাগু করার পর কোনভাবেই সাবান ব্যবহার না করে। কারণ এতে লক্ষ্য লক্ষ্য জীবাণুর মৃত্যু ঘটে, যা খুবই মর্মান্তিক।

-- ওমর ফারুক


No comments:

Post a Comment