দ্বীনদার পাত্রী চাই??

আমাদের সমাজে *ইসলামিক পাত্রপাত্রীদের* বিয়ের আলোচনাগুলো অনেকটাই এরকম -- 
 
#  "দ্বীনদার পাত্রী চাই।"*

*শর্ত প্রযোজ্য [বংশীয়, সুন্দরী,উচ্চ শিক্ষিতা ব্লা ব্লা ব্লা...]

# "দ্বীনদার পাত্র চাই।" *

*শর্ত প্রযোজ্য [high status, high paid job,টাকা,টাকা,টাকা.......টাকা] 

..... সবশেষে দেখা গেল শর্তগুলোই মুখ্য। দ্বীন আছে শুধু ভাতের সাথে আচারের মতন, স্বাদবর্ধক। 

আল্লাহ আমাদের সরল সঠিকপথে পরিচালিত করুন, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিন এবং তার পছন্দের নিয়মানুযায়ী জীবন পরিচালনার তাওফিক দিন।

No comments:

Post a Comment