কাগজে কলমে বিয়ের যে বয়স মাপা হয়

​​
সরকার নির্ধারিত কাগজে কলমে বিয়ের যে বয়স মাপা হয় তার পূর্বেই ছেলে মেয়েরা দৈহিকভাবে বিয়ের যোগ্য হয়ে যায়। মেয়েদের হ্মেত্রে ১৮ আর ছেলেদের হ্মেত্রে ২১ এর পূর্বে বিয়ে করতে বাধা আছে, কিন্তু প্রেম করতে বাধা নেই এমনকি পরিশেষে আরো কিছু ঘটে থাকে উক্ত বয়সের আগেই, কিন্তু জাতি ও রাষ্ট্র মুখে কুলুপ এটেই বসে থাকে! দেখুন সরকার ১৮ বা ২১ এর পূর্বে বাধা আরোপ করেছে এ কথা সত্য, তাই বলে বলেনি যে ১৯ হলে আপনার মেয়েকে বিয়ে দেয়ার কথা ভুলে যান, আর ছেলের বয়স ২২ বা ২৫/২৮ হলেও ঘরে বৌমা আনার উদ্যোগ বন্ধ রাখুন। আমরা শুধু সরকারের নির্ধারিত বয়স নিয়েই অভিযোগ করলাম তা ঠিক হবে কি? 

কয়জন বাবা আছেন এমন যারা সন্তানের মাথায় হাত রেখে সান্তনা দেন যে বাবা আর একটু ধৈর্য্য ধর, নোংরা সমাজের কোন কাদা যেন জান্নাতে যাবার পথে তোমায় পিছলে ফেলে না দেয় সেই জন্য একটু আল্লাহর কাছে দুআ কর। আমরা তোমার দ্বীনের অর্ধেক পূরণে উত্তম সংগী খুজছি! মেয়ের উচ্চ শিহ্মার লহ্ম্যে বাবা মায়ের স্বপ্ন থাকে অনেক, কিন্তু সে দীর্ঘ উচ্চ শিহ্মার পথখানিতে কি আরো একজনকে পবিত্র সংগী বানিয়ে দিয়ে মসৃন/নিরাপদ রাখাটা ভালো নয়? শরীর-মনেরতো একটা চাওয়া আছে নাকি!

page : বিবাহ একটি উত্তম বন্ধুত্ব

No comments:

Post a Comment